রাঙ্গুনিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ইছাখালীস্থ নুর জাহান ক্লাবের দ্বিতীয় তলায় অস্থায়ী এই অফিস উদ্বোধন করেন অত্র আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিলেন। এসময় বক্তারা বলেন, ডা. রেজাউল করিম দীর্ঘদিন ধরে মানবিক সেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে আগামী দিনে রাঙ্গুনিয়ার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ডা. এটিএম রেজাউল করিম বলেন, “এই নির্বাচনী কার্যালয় শুধু একটি অফিস নয়—এটি মানুষের সেবা ও পরিবর্তনের কেন্দ্র। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। উন্নয়ন, কল্যাণ ও ন্যায় ভিত্তিক একটি সুন্দর রাঙুনিয়া গড়তে আমি কাজ করে যেতে চাই।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মী-সমর্থকদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















