আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে জামায়াতে ইসলামী চন্দ্রঘোনা শাখা এক সহযোগী সমাবেশের আয়োজন করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রঘোনা ফাতেমা কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী চন্দ্রঘোনা শাখার সভাপতি মুহাম্মদ আজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার শূরা সদস্য ডাঃ এটিএম রেজাউল করিম।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম।
চন্দ্রঘোনা নির্বাচন পরিচালনা কমিটির আবদুল গফুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা হাসান মুরাদ, মাওলানা শওকত হোসেন, মাস্টার কামাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ শাহ আলম, সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক সরোয়ার হোসেন, মহিউদ্দিন বাবু প্রমুখ।
সমাবেশে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।