রাঙ্গুনিয়া উপজেলাধীন গোচরা সৌদিয়ার গেইট বিএম স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে দুইটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোয়াজার হাট থেকে রাস্তারমাথা অভিমুখে যাত্রীবিহীন একটি সিএনজি (চট্টগ্রাম-থ-১২৩২৭৯) চালাচ্ছিলেন রঞ্জিত দাস (৫৫)। এ সময় চট্টগ্রাম দিক থেকে আসা অপর একটি যাত্রীবিহীন সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রঞ্জিত দাস আহত হন। দুর্ঘটনার পর অপর সিএনজিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত রঞ্জিত দাসকে স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















