রাঙ্গুনিয়া উপজেলায় দুই হাজার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মাওলানা আবদুস সবুর (রহঃ.) স্বরণে শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী শিলক মিনাগাজীর টিলা মুতিউল উলূম দাখিল মাদ্রাসা মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট চিকিৎসক ডাঃ এটিএম রেজাউল করিমের নেতৃত্বে পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের প্রায় ২২ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু রোগ, বাত-ব্যথা, অর্থোপেডিক্স, চক্ষু, চর্ম ও ডেন্টালসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 








