চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থাপিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” জনগণের কাছে তুলে ধরেন।
এস এ মুরাদ চৌধুরী বলেন, “এই ৩১ দফা বাস্তবায়নই পারে একটি গণতান্ত্রিক, সাম্য, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে।” তিনি আরো বলেন, “এই দেশে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী ধানের শীষের পক্ষে উচ্ছ্বাস প্রকাশ করে মুরাদ চৌধুরীর প্রতি সমর্থন জানান।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 















