যথাযথ মর্যাদায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে উপজেলা সদরের ইছাখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ, রাঙ্গুনিয়া প্রেসক্লাব, যুবলীগ-ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে উপজেলা শিশু মেলা মডেল স্কুল মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেন পুলিশ, আনসারসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
এসময় বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। এছাড়া উপজেলা নির্বাহী কর্মমর্তা আতাউল গনি ওসমানী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মাহবুব মিলকী, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, বীর মুক্তিযোদ্ধা অরুণ কান্তি দাশ প্রমুখ। শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।