রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া এলাকার নয়ন আচার্য নামে এক যুবক নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নয়ন আচার্য রানীরহাট থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পায়নি। পরে রাত আড়াইটার দিকে রানীরহাট-রোয়াজারহাট সড়কের পাশে একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে যান ঘটনাস্থলে।
নিহত যুবক পারুয়া এলাকার মৃত ননী গোপাল আচার্য’র ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন বলে জানা গেছে। এবং তিনি রানীরহাট এলাকায় একটি সিগারেট (মেরিজ) কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন।
এদিকে নয়নের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।