চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ নিয়মিত মামলা ও একাধিক পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ নাছির উদ্দিন রিয়াজ (৪৫) কে গ্রেফতার করেছে। শনিবার (১৯ অক্টোবর) নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকার মৃত মঞ্জুর হোসেনের পুত্র। রিয়াজ চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
থানা সূত্রে জানা যায়, আসামি নাছির উদ্দিনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার মামলা নং-১০/৯৫ ও রাউজান থানার সিআর-৬৭/১৩ জারি হওয়া পরোয়ানা বিদ্যমান ছিল ।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, “গ্রেফতারকৃত নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে একটি খুন, একটি নরহত্যা, একটি বিস্ফোরক দ্রব্য এবং একটি হত্যা চেষ্টার মামলা তদন্তাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”