চট্টগ্রাম 9:46 pm, Thursday, 21 August 2025

রাঙ্গুনিয়ায় পাইলট স্কুলে চুরি, তালা ভেঙ্গে নিয়ে গেছে ৭ টি ল্যাপটপ

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের দরজার তালা ভেঙ্গে ৭ টি ল্যাপটপ নিয়ে গেছে চোরের দল। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান বলেন, রাতে বিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে চোর ঢুকে কম্পিউটার ল্যাবের কক্ষের তালা ভেঙ্গে ফেলে। কক্ষের ভিতরে থাকা ৭ টি ল্যাপটপ নিয়ে যায়। পরদিন রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে শিক্ষক রহিম উদ্দিন সিকদার স্কুলে গিয়ে দেখেন কক্ষের তালা ভাঙ্গা। তিনি সহকারী প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করলে তিনিসহ স্কুলে উপস্থিত শিক্ষক কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে কক্ষের বাইরে একটি কার্টনের ভেতর ১৪টি ল্যাপটপ এবং পাশে একটি মনিটর ও প্রজেকশন টিভি দেখতে পান।” বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ উর্ধতন কতৃপক্ষকে ফোনে অবহিত করে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ”

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম বলেন,“ল্যাবে মোট ২১টি ল্যাপটপ ও একটি ওয়াল টিভি ছিল। টিভি ও ১৪টি ল্যাপটপ কক্ষের বাইরে পেলেও ৭টি ল্যাপটপ পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “স্কুলে নাইটগার্ড থাকলেও ল্যাবের ভবনটি ক্যাম্পাসের পশ্চিমাংশে নিচু ও নির্জন জায়গায়। দেখে মনে হলো অনুপ্রবেশকারী পেছনের দেয়াল টপকে ভবনের পিলার বেয়ে উপরে উঠেছে। শেষ রাতে হয়তো চুরিটি হয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে আটজনকে গ্রেপ্তার, ছয়জনকে কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় পাইলট স্কুলে চুরি, তালা ভেঙ্গে নিয়ে গেছে ৭ টি ল্যাপটপ

Update Time : 12:36:36 am, Tuesday, 11 February 2025

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের দরজার তালা ভেঙ্গে ৭ টি ল্যাপটপ নিয়ে গেছে চোরের দল। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান বলেন, রাতে বিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে চোর ঢুকে কম্পিউটার ল্যাবের কক্ষের তালা ভেঙ্গে ফেলে। কক্ষের ভিতরে থাকা ৭ টি ল্যাপটপ নিয়ে যায়। পরদিন রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে শিক্ষক রহিম উদ্দিন সিকদার স্কুলে গিয়ে দেখেন কক্ষের তালা ভাঙ্গা। তিনি সহকারী প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করলে তিনিসহ স্কুলে উপস্থিত শিক্ষক কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে কক্ষের বাইরে একটি কার্টনের ভেতর ১৪টি ল্যাপটপ এবং পাশে একটি মনিটর ও প্রজেকশন টিভি দেখতে পান।” বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ উর্ধতন কতৃপক্ষকে ফোনে অবহিত করে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ”

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম বলেন,“ল্যাবে মোট ২১টি ল্যাপটপ ও একটি ওয়াল টিভি ছিল। টিভি ও ১৪টি ল্যাপটপ কক্ষের বাইরে পেলেও ৭টি ল্যাপটপ পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “স্কুলে নাইটগার্ড থাকলেও ল্যাবের ভবনটি ক্যাম্পাসের পশ্চিমাংশে নিচু ও নির্জন জায়গায়। দেখে মনে হলো অনুপ্রবেশকারী পেছনের দেয়াল টপকে ভবনের পিলার বেয়ে উপরে উঠেছে। শেষ রাতে হয়তো চুরিটি হয়।”