চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফ্রি চিকিৎসা সেবা পেয়েছেন প্রায় দুই হাজার মানুষ। শনিবার (১১ অক্টোবর) রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি আয়োজন করা হয় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এটিএম রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম মডেল একাডেমির প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ আমিনুল হক, রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশীদ, রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ ও নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন প্রমুখ।
দিনব্যাপী এ ফ্রি মেডিকেল সেবায় স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। আয়োজকরা জানান, রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।