রাঙ্গুনিয়া উপজেলায় স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে নতুন একটি ফ্রি হেলথ সেন্টার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের তৃতীয় সাব-সেন্টার হিসেবে এ হেলথ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেলথ সেন্টারের উদ্বোধন করেন রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. মোহাম্মদ রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হসপিটালের মেডিকেল ডিরেক্টর ডা. শহিদুল ইসলাম রুবেল, মেডিকেল অফিসার ডা. মো. হাসান, প্রজেক্ট ডিরেক্টর সরোয়ার হোসেন, মো. মহিউদ্দিন, শিক্ষক জসিম উদ্দীন, হাফেজ মো. ইসহাক, বনগ্রাম জামে মসজিদের সেক্রেটারি হামিদ সওদাগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই হেলথ সেন্টারে প্রতি সপ্তাহে দুই দিন বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উল্লেখ্য, এর আগে রাঙ্গুনিয়ার সরফভাটা ও লালানগর ইউনিয়নে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের দুটি সাব-হেলথ সেন্টার সফলভাবে চালু করা হয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















