বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ, একটি পরিবারকে ঘর পুনবার্সন ও বন্যায় নিহতের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার মোগলেরহাট, পারুয়া এবং লালানগর ও দক্ষিণ রাজানগরে এসব সহায়তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার আমির মাওলানা হাসান মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার কামাল উদ্দিন, লালানগর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মো. নুরুউলাহ।
উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের আহবায়ক মো. সরওয়ার হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, অফিস সম্পাদক কাজী সাদিকুল ইসলাম রিয়াদ, লালানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. খোরশেদ আলম, যুব ও ক্রিড়া বিভাগ লালানগর ইউনিয়ন শাখার সভাপতি মুমিনুর রশিদ, হোছনাবাদ শাখার সভাপতি সুলতান মাহমুদ, কোলাদা শাখার সভাপতি মো. রায়হান প্রমুখ।