চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট,দামারহাট, মোগলহাট ইউনিয়নে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ৪০০ শতাধিক পরিবারকে ত্রাণ বিতরণ করেন। ও শিলক এবং সরফভাটা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এছাড়াও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে বন্যা দূর্গতদের বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী দায়িত্বশীলেরা ত্রাণ পৌঁছে দেয় ও একটি কালভার্ট সংস্কারের জন্য অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ আগষ্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এসব সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য জেলা প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল কুদ্দুস, রাঙ্গুনিয়া উপজেলা শাখার আমির মাওলানা হাসান মুরাদ উপজেলা সেক্রেটারি মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসেন, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলাম, উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার সম্পাদক রাশেদুল আলম মুহাম্মাদ সারোয়ার মুহিউদ্দিন বাবু, মাওলানা আলমগীর প্রমুখ।