রাঙ্গুনিয়ায় একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম পালপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রতন পাল নামের এক ব্যক্তির বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে রতন পাল এর মালিকানাধীন ৩ কক্ষবিশিষ্ট আনুমানিক ২০×৩০ ফুট আয়তনের একটি কাঁচা বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তসাপেক্ষে নিশ্চিত করা হবে।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত ও শত্রুতামূলক অগ্নিসংযোগ। পরিবারের দাবি, দুর্বৃত্তরা ভোররাতের দিকে গান পাউডার ব্যবহার করে বসতঘরে আগুন দিয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















