চট্টগ্রাম 10:15 am, Thursday, 8 January 2026

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুইজন বন্ধু। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতলের মাঝামাঝি তক্তারপুল নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। সে ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। অন্যজনের নাম মো. আকিব (১৬)। সে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে এবং রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরমান নামের কিশোর ঘটনাস্থলে প্রাণ হারান। আকিবকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

মাসুদ রানা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে পূর্বদিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজন ঘটনাস্থলেই মারা গেছে। অন্যজনকে চন্দ্রঘোনার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১২টার দিকে তিনিও মারা যান।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, নিহত আবু সুফিয়ানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে মেডিক্যালে অপরজন মারা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোও জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ার হোছনাবাদে বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

Update Time : 09:55:48 am, Wednesday, 7 January 2026

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুইজন বন্ধু। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতলের মাঝামাঝি তক্তারপুল নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। সে ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। অন্যজনের নাম মো. আকিব (১৬)। সে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে এবং রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরমান নামের কিশোর ঘটনাস্থলে প্রাণ হারান। আকিবকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

মাসুদ রানা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে পূর্বদিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজন ঘটনাস্থলেই মারা গেছে। অন্যজনকে চন্দ্রঘোনার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১২টার দিকে তিনিও মারা যান।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, নিহত আবু সুফিয়ানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে মেডিক্যালে অপরজন মারা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোও জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।