চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চোরাই ব্যাটারিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শফাতুল মাজদার জানান, সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—অভিযোগকারীর ছেলে মো. আরাফাত হোসেন (২২) ও চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার বাসিন্দা তরিকুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৫টার মধ্যে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে আব্দুল মালেক ওরফে মানিক (৪৬) নামে এক ব্যক্তির নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরি হয়। প্রতিটি ব্যাটারির মূল্য ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা।
ঘটনার পর রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এসময় মো. আরাফাত হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন এবং কামরুলসহ অন্যদের নাম প্রকাশ করেন।
এরপর ওই তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায় চট্টগ্রাম–কাপ্তাই সড়কের পাশে কামরুলের মালিকানাধীন ভাঙারির দোকান থেকে চুরি হওয়া চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। সেখান থেকে কামরুলকেও গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দুজনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।