চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মো. সেকান্দর সওদাগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।
উপজেলা যুবদল’র যুগ্ন আহবায়ক মোজাফফর চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকদলের সভাপতি মো. আবদুল মোতালেব চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি’র আহবায়ক মো. মাহাবুব ছাফা, সদস্য সচিব আবদুস সালাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. ফজলুল হক, নিজামুল হক, নবাব মিয়া চেয়ারম্যান, ওসমান গনি, শাহজাহান সিকদার, আলী নূর তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার, যুগ্ম আহবায়ক মো. নুরুল আবছার প্রমুখ।
বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিববৃন্দ। এছাড়া আলোচনা সভার শুরুতে বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক মিছিলসহকারে অনুষ্ঠানস্থলে যোগদান করেন নেতৃবৃন্দ।