চট্টগ্রাম 7:42 pm, Thursday, 6 November 2025
কবর জিয়ারত দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু

রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করলেন সীতাকুণ্ডের বিএনপি প্রার্থী কাজী সালাউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আজ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা। তিনি রাঙ্গুনিয়া উপজেলার জোয়ারিয়া জোনাকী পাহাড়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সেখানে মোনাজাতে অংশ নেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সশ্রদ্ধ শ্রদ্ধা জানান।

মোনাজাতের সময় তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ছাড়া তিনি আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, এবং দেশনেতা তারেক রহমান ও তার পরিবারের কল্যাণ কামনা করেন।

এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সফরসঙ্গীদের একজন বলেন, “প্রচারণার শুরু শহীদ জিয়ার মাজার থেকে, এটা শুধু প্রথা নয়, বিশ্বাসের জায়গা। এখান থেকেই আমরা শক্তি পাই।”

মাজার প্রাঙ্গণে কাজী সালাউদ্দিন সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে বলেন, “আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে এসেছি। এই পথ শান্তির, ন্যায়ের, এবং জনগণের।”

মাজার জিয়ারত শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এরপর রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডের বিভিন্ন অংশে প্রচারণামূলক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রওনা হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি, পুরস্কার পেল তিন শতাধিক শিক্ষার্থী

কবর জিয়ারত দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু

রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করলেন সীতাকুণ্ডের বিএনপি প্রার্থী কাজী সালাউদ্দিন

Update Time : 04:52:59 pm, Thursday, 6 November 2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আজ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা। তিনি রাঙ্গুনিয়া উপজেলার জোয়ারিয়া জোনাকী পাহাড়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সেখানে মোনাজাতে অংশ নেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সশ্রদ্ধ শ্রদ্ধা জানান।

মোনাজাতের সময় তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ছাড়া তিনি আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, এবং দেশনেতা তারেক রহমান ও তার পরিবারের কল্যাণ কামনা করেন।

এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সফরসঙ্গীদের একজন বলেন, “প্রচারণার শুরু শহীদ জিয়ার মাজার থেকে, এটা শুধু প্রথা নয়, বিশ্বাসের জায়গা। এখান থেকেই আমরা শক্তি পাই।”

মাজার প্রাঙ্গণে কাজী সালাউদ্দিন সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে বলেন, “আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে এসেছি। এই পথ শান্তির, ন্যায়ের, এবং জনগণের।”

মাজার জিয়ারত শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এরপর রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডের বিভিন্ন অংশে প্রচারণামূলক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রওনা হন।