চট্টগ্রাম 12:12 am, Friday, 9 January 2026

রাঙ্গুনিয়ায় শাহেদ হত্যার আসামী গ্রেফতার ও বিচার চেয়ে ছাত্রসমাজ ও জনতার বিক্ষোভ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহৎ পাড়ার কিশোর মুহাম্মদ শাহেদ ইসলাম (১৭) হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রসমাজ ও এলাকাবাসী।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পারুয়া ডিসি সড়ক, হাজারীহাট, কাঠাকালী ও সাহাব্দীনগর মহৎ পাড়া প্রদক্ষিণ করে কাঠাকালী এলাকায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শাহেদ নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ সময়মতো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা বলেন, শুরুতেই যথাযথ অনুসন্ধান হলে হয়তো এই মর্মান্তিক হত্যাকাণ্ড এড়ানো যেত। পুলিশের গাফিলতি ও বিলম্বকেই শাহেদের মৃত্যুর অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন বক্তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসনের উদাসীনতার কারণে একটি নিষ্পাপ প্রাণ ঝরে গেছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত ও বিচার নিশ্চিত করা, ঘটনার পেছনের মূল হোতাদের প্রকাশ্যে জবাবদিহির আওতায় আনা এবং প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করা। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না হলে থানা ঘেরাও কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নিহত শাহেদের চাচাতো ভাই খোরশেদ আলম, শেখ আহমেদ আরিফ, বিডিআর সেকান্দর, আমির হোসেন, মুহাম্মদ রোমান, মুহাম্মদ ইরফান, ফুফাত ভাই মুহাম্মদ একরামসহ আরও অনেকে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে “নড়ালিয়া বিচ ক্যাম্প ২৪’ পর্যটন কেন্দ্রের উদ্বোধন

রাঙ্গুনিয়ায় শাহেদ হত্যার আসামী গ্রেফতার ও বিচার চেয়ে ছাত্রসমাজ ও জনতার বিক্ষোভ

Update Time : 08:17:21 pm, Wednesday, 7 January 2026

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহৎ পাড়ার কিশোর মুহাম্মদ শাহেদ ইসলাম (১৭) হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রসমাজ ও এলাকাবাসী।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পারুয়া ডিসি সড়ক, হাজারীহাট, কাঠাকালী ও সাহাব্দীনগর মহৎ পাড়া প্রদক্ষিণ করে কাঠাকালী এলাকায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শাহেদ নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ সময়মতো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা বলেন, শুরুতেই যথাযথ অনুসন্ধান হলে হয়তো এই মর্মান্তিক হত্যাকাণ্ড এড়ানো যেত। পুলিশের গাফিলতি ও বিলম্বকেই শাহেদের মৃত্যুর অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন বক্তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসনের উদাসীনতার কারণে একটি নিষ্পাপ প্রাণ ঝরে গেছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত ও বিচার নিশ্চিত করা, ঘটনার পেছনের মূল হোতাদের প্রকাশ্যে জবাবদিহির আওতায় আনা এবং প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করা। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না হলে থানা ঘেরাও কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নিহত শাহেদের চাচাতো ভাই খোরশেদ আলম, শেখ আহমেদ আরিফ, বিডিআর সেকান্দর, আমির হোসেন, মুহাম্মদ রোমান, মুহাম্মদ ইরফান, ফুফাত ভাই মুহাম্মদ একরামসহ আরও অনেকে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।