রাঙ্গুনিয়ায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা খেয়ে একজন শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাত ৮টার দিকে পদুয়া নুরুচ্ছাফা বিদ্যা নিকেতনের সামনে এই ঘটনা ঘটে। তার নাম মো. নুরুল কবির (৪০)। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, তিনি পদুয়া রাজারহাট বাজার থেকে বাজার করে গাড়িটির সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। এসময় গাড়িটি নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এলে মোড়ে কাটাতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারায়। এসময় শিক্ষক নুরুল কবির গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম ম্যাডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দশটার দিকে তার মৃ-ত্যু হয়।
এদিকে তার এমন মৃ-ত্যুতে শিক্ষক-মহল, ছাত্রছাত্রী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

















