চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই কিশোর বন্ধু আবু সুফিয়ান আরমান (১৮) ও মো. আকিব (১৬)-কে মৃত্যুতেও পাশাপাশি কবর দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খীলমোগল আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে একই সাথে জানাজা শেষে তাদের পাশাপাশি দাফন করা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতলের মধ্যবর্তী তক্তারপুল এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা আরমান ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে আকিবকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চন্দ্রঘোনার একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আনুমানিক ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবু সুফিয়ান আরমান রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে। তিনি ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন। অপর নিহত মো. আকিব একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজী বাড়ি এলাকার ওসমান গণির ছেলে এবং রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এদিকে নিহতের পরিবার সড়ক পরিবহন আইনে থানায় মামলা করেছে বলে জানা যায়। এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে।
এদিকে এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী ও সহপাঠীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















