চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. লিয়াকত আলী(৫০)। তার বাড়ি মরিয়মনগর ইউনিয়নের ফরাশ পাড়া গ্রামে। এলাকায় তিনি লিয়াকত বাবুর্চি নামেই পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে বাড়ি ফিরছিলেন লিয়াকত। এসময় সড়ক পার হতে গিয়ে হঠাৎ দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে কোন মামলা না করায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।