চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ সাইদুল হক (৫৪)। গত সোমবার রাত সাড়ে নয়টায় রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি চা বাগানের পাশে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ঠান্ডাছড়ি চা-বাগানের পাশে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক এলাকায় রাউজান থেকে রানীরহাট অজ্ঞাত একটি সিএনজি অটোরিক্সা বেপরোয়া ভাবে যাওয়ার পথে রানীরহাট বাজারের ঝালমুড়ি বিক্রেতা সাইদুলকে ধাক্কা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে হারুন অর রশিদ পলাশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।