চট্টগ্রাম 10:11 am, Friday, 25 July 2025

রাঙ্গুনিয়ায় সনাতনী সমাজকে গীতামুখী করতে সাড়ে ৫’শ শিক্ষার্থীর পরীক্ষা নিলো বাগীশিক

বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) কেন্দ্রীয় কমিটি এর স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৫ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিআইজেডএইচ বালিকা উচ্চ বিদ্যালয় এবং খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিয়েছে ৫৪০ জন শিক্ষার্থী। সনাতনী সমাজকে গীতামুখী করতেই বাগীশিক নিয়মিত এই পরীক্ষা নিচ্ছেন বলে জানান আয়োজকরা।

এদিন পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, নির্বানী তোষ সাহা ভাস্কর, প্রধান পৃষ্টপোষক চন্দন সরকার, প্রধান উপদেষ্টা সঞ্জিব সুশীল, বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি রাজীব দত্ত, সাধারণ সম্পাদক শিবু চক্রবর্ত্তী, বিআইজেডএইচ কেন্দ্রের আহবায়ক সঞ্জয় চৌধুরী, কেন্দ্র সচীব তুষার দাশ, পরীক্ষা নিয়ন্ত্রক অমত্য প্রসাদ রিন্টু, খীলমোগল স্কুলের আহবায়ক বিপ্লব আচার্য্য, কেন্দ্র সচীব সৌমেন সাহা, পরীক্ষা নিয়ন্ত্রক জয় চক্রবর্ত্তী, সুমন কুমার দে, সুমন কান্তি দে, সঞ্জয় দত্ত, সজল দাশ, নোটন দাশ, অনিক দে, অনুজিৎ দে, অমিতাভ চৌধুরী, মিলন বিশ্বাস, উজ্জ্বল দে, সঞ্জিত কুমার শীল, রনধীর কুমার দে, লিটন চন্দ্র দে, মিলন বিশ্বাস, অর্ণব দত্ত, ছোটন চক্রবর্ত্তী, কাজল বিন্দু বণিক, তুষার পাল, বাদল কান্তি নাত, বিশ্বজিৎ আইচ প্রমুখ।

৫০ নাম্বারের লিখিত এই পরীক্ষায় উত্তীর্ণ ৯ জন শিক্ষার্থী আগামী ১৮ এপ্রিল চট্টগ্রাম জেএমসেন হলে জেলা পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাঙ্গুনিয়ায় সনাতনী সমাজকে গীতামুখী করতে সাড়ে ৫’শ শিক্ষার্থীর পরীক্ষা নিলো বাগীশিক

Update Time : 06:57:17 pm, Friday, 5 April 2024

বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) কেন্দ্রীয় কমিটি এর স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৫ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিআইজেডএইচ বালিকা উচ্চ বিদ্যালয় এবং খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিয়েছে ৫৪০ জন শিক্ষার্থী। সনাতনী সমাজকে গীতামুখী করতেই বাগীশিক নিয়মিত এই পরীক্ষা নিচ্ছেন বলে জানান আয়োজকরা।

এদিন পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, নির্বানী তোষ সাহা ভাস্কর, প্রধান পৃষ্টপোষক চন্দন সরকার, প্রধান উপদেষ্টা সঞ্জিব সুশীল, বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি রাজীব দত্ত, সাধারণ সম্পাদক শিবু চক্রবর্ত্তী, বিআইজেডএইচ কেন্দ্রের আহবায়ক সঞ্জয় চৌধুরী, কেন্দ্র সচীব তুষার দাশ, পরীক্ষা নিয়ন্ত্রক অমত্য প্রসাদ রিন্টু, খীলমোগল স্কুলের আহবায়ক বিপ্লব আচার্য্য, কেন্দ্র সচীব সৌমেন সাহা, পরীক্ষা নিয়ন্ত্রক জয় চক্রবর্ত্তী, সুমন কুমার দে, সুমন কান্তি দে, সঞ্জয় দত্ত, সজল দাশ, নোটন দাশ, অনিক দে, অনুজিৎ দে, অমিতাভ চৌধুরী, মিলন বিশ্বাস, উজ্জ্বল দে, সঞ্জিত কুমার শীল, রনধীর কুমার দে, লিটন চন্দ্র দে, মিলন বিশ্বাস, অর্ণব দত্ত, ছোটন চক্রবর্ত্তী, কাজল বিন্দু বণিক, তুষার পাল, বাদল কান্তি নাত, বিশ্বজিৎ আইচ প্রমুখ।

৫০ নাম্বারের লিখিত এই পরীক্ষায় উত্তীর্ণ ৯ জন শিক্ষার্থী আগামী ১৮ এপ্রিল চট্টগ্রাম জেএমসেন হলে জেলা পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজকরা।