রাঙ্গুনিয়া উপজেলায় উম্মে হাবিবা তানহা নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। বুধবার (১৬ এপ্রিল) সকালে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০২২ ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন তানহার সহপাঠীসহ স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু করে মিছিলটি ধামাইরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ২০২২ ব্যাচের প্রতিনিধি মো. ফাহিম, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. তারেক, মো. সাকিব, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য মো: খোরশেদ আলম।
বক্তারা বলেন, জানালার গ্রীলের সাথে ফাঁস লাগিয়ে মারা যাওয়া আর কচু গাছে ফাঁস খাওয়া একই কথা। একটা মানুষের মৃত্যু কখনো এভাবে হতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা প্রশাসনের কাছে তার সুষ্ঠু বিচার দাবি করছি।
এর আগে সোমবার দক্ষিণ রাজানগর জেবল হোসেনের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূ উম্মে সালমা তানহার লাশ উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। গৃহবধূ তানহা ওই এলাকার প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী।