রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর নাম মোহাম্মদ ওসমান (৩২)। গতকাল মঙ্গলবার আলম শাহ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ফোর্সদের সহায়তায় বিশেষ অভিযানে সিআর মামলায় ওসমানকে গ্রেফতার করা হয়। সে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল গোলফার রহমানের ছেলে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।