রাঙ্গুনিয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। তার নাম মো. হাবীব উল্লাহ রাব্বি। গত শনিবার দিবাগত রাতে কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এএসআই মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ কোদালা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ধোপাঘাট এলাকার বাসিন্দা আবদুল ওয়াহেদ এর ছেলে হাবীব উল্লাহকে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে আদালতের রায়ে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রায়ের পর থেকে সে পলাতক ছিল। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আসামিকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল ধৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।