বাংলাদেশ গীতাশিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তরজেলা সংসদের আয়োজনে বার্ষিক গীতাশিক্ষা ও নৈতিক শিক্ষা পরীক্ষা রাঙ্গুনিয়া উপজেলার চারটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১২টা পর্যন্ত। উপজেলার শিলক ফিরিঙ্গি খীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়, রাজাভূবন উচ্চ বিদ্যালয় ও এসকে রফিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় সাড়ে ৬শ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এদিন পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সভাপতি ঝুন্টু চৌধুরী, খীল মোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, বাগীশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট কবি শেখর নাথ, অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, উপদেষ্টা সদস্য কৃষ্ণা চৌধুরী, বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সভাপতি ডা. রূপন কান্তি শীল, সাধারন সম্পাদক মিল্টন চক্রবর্তী, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বানিতোষ সাহা ভাস্কর, কেন্দ্র সচিব বাদল কান্তি নাথ, বাগীশিক হোসনাবাদ ইউনিয়নের সভাপতি প্রদীপ শীল।
সাধারন সম্পাদক রাজিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক জয়দেব সাহা, উপদেষ্টা সুমন চক্রবতী, হল সুপার সুমন দে, সহকারি হল সুপার নটন দাশ, সঞ্জয় সুশীল, কমল দে, সাজেদুল ইসলাম রাসু, পরেস সাহা, রাজিব দত্ত, সন্তোষ নাথ, শিবু মজুমদার, সুজিত শীল, পলাশ সেন, রনধীর দে, আশু দে, জনি দে, সুজিত মল্লিক, প্রান্ত পাঠক, রাজিব দত্ত, রকি সাহা, ইমন দে, রাজিব শীল, জয় দে, তন্ময় নাথ, নয়ন দে, জয় দাস, পম্পি দাস, পিংকি দাস প্রমুখ।