চট্টগ্রাম 3:41 am, Monday, 18 August 2025

রাঙ্গুনিয়ায় সৃজনশীল এক্সপার্ট মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন

রাঙ্গুনিয়া সৃজনশীল এক্সপার্ট মেধা যাচাই পরীক্ষা ২০২৪ রাঙ্গুনিয়া উপজেলার ৫টি কেন্দ্রে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী রাঙ্গুনিয়া এডুকেশন সোসাইটি কর্তৃক পরিচালিত এই পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলার প্রায় ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এদিন সকালে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশ নেন। পাশাপাশি কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক অভিভাবকদের অপেক্ষায় থাকতে দেখা গেছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রের আহবায়ক ও উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশীদ, কেন্দ্র সচিব ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, মো. নাজিম উদ্দীন, শিক্ষক রাহাত মামুন, সংবাদকর্মী ইসমাঈল হোসেন প্রমুখ।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এই পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। পরীক্ষার মূল্যায়ন শেষে অচিরেই ফলাফল প্রকাশসহ বৃত্তিপ্রাপ্তদের গ্রেডসহ বিভিন্ন ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার 

রাঙ্গুনিয়ায় সৃজনশীল এক্সপার্ট মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন

Update Time : 09:55:15 pm, Thursday, 19 December 2024

রাঙ্গুনিয়া সৃজনশীল এক্সপার্ট মেধা যাচাই পরীক্ষা ২০২৪ রাঙ্গুনিয়া উপজেলার ৫টি কেন্দ্রে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী রাঙ্গুনিয়া এডুকেশন সোসাইটি কর্তৃক পরিচালিত এই পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলার প্রায় ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এদিন সকালে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশ নেন। পাশাপাশি কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক অভিভাবকদের অপেক্ষায় থাকতে দেখা গেছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রের আহবায়ক ও উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশীদ, কেন্দ্র সচিব ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, মো. নাজিম উদ্দীন, শিক্ষক রাহাত মামুন, সংবাদকর্মী ইসমাঈল হোসেন প্রমুখ।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এই পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। পরীক্ষার মূল্যায়ন শেষে অচিরেই ফলাফল প্রকাশসহ বৃত্তিপ্রাপ্তদের গ্রেডসহ বিভিন্ন ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।