চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার গোচরা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ ফারুক (৪৫)। সে ১১নং চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রাম নতুন গ্রাম এলাকার বাসিন্দা মো. হারুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম সুমাইয়া আক্তার (২৫) এক সহজ সরল ও স্বামী পরিত্যক্তা নারী। জীবিকা নির্বাহের জন্য তিনি ভিক্ষাবৃত্তি করতেন এবং মাঝে মাঝে অর্জিত অর্থ প্রতিবেশী আসামী মোঃ ফারুকের কাছে জমা রাখতেন। এই সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
চলতি বছরের ফেব্রুয়ারির ২ তারিখ থেকে ৭ জুন পর্যন্ত বনগ্রাম আজিজনগর এলাকার একটি পরিত্যক্ত গ্যারেজে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করে আসামী। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হলে ঘটনাটি প্রকাশ পায়।
পরে এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনার পর থেকেই আসামী পলাতক ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আলাদতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই নারী একটি কন্যা সন্তান প্রসব করেছেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















