চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গলায় ফাঁস লাগানো অবস্থায় এক হাইস চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ জুন) মধ্যরাতে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলেরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাইস চালকের নাম মো. পারভেজ(৩৫)। সে হোছনাবাদ হসপিটাল টেক এলাকার মো. নুরুর ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো পারভেজ রাতে ঘর থেকে বের হয়ে আড্ডায় যায়। পরে তাকে বাড়ি থেকে বেশ কয়েকবার মোবাইলে কল করে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর তার পরিচিত কয়েকজন যুবকের মাধ্যমে জানতে পারে পারভেজ গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা নাকি হত্যাকান্ড কিছু বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে। এখনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।