শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সোম ও মঙ্গলবার (৮-৯ অক্টোবর) দুইদিনে ১৬২টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগ্রেডের টাস্কফোর্স-৪ এর রাঙ্গুনিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মিরাজুল ইসলাম বলেন, “রাঙ্গুনিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে। রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে আমরা তৎপর রয়েছি। কেউ যদি নাশকতার চেষ্টা করে, তাহলে তাকে কঠোর হাতে দমন করা হবে।”
মণ্ডপ পরিদর্শনে তাঁর সাথে ছিলেন রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের মেজর সাদমান সাকিব ও ক্যাপ্টেন ফাহিম।
পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। গুজব যাতে ছড়িয়ে না যায় সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পূজা চলাকালীন টহলে থাকবে সেনাবাহিনী।
মাদকের ব্যাপারেও সেনাবাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়েছে। উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ সতর্কতার সাথে পূজা উদযাপন করতে সেনাবাহিনী সজাগ রয়েছে বলে জানানো হয়েছে।