চট্টগ্রাম 10:46 pm, Monday, 13 October 2025

রাঙ্গুনিয়ায় “৩০ ফুট প্রশস্ত সড়ক চাই” দাবীতে স্থানীয়দের মানববন্ধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ মরিয়মনগর গাবতল ডিসি সড়ক ৩০ ফুট প্রশস্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মোগলেরহাট বাজার ও আলমশাহপাড়া এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সকালে মোগলেরহাট বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. সাদ্দাম হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. বখতিয়ার। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, সড়ক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, উত্তর রাঙ্গুনিয়া সড়ক আন্দোলনের সভাপতি নুরুল আলম সওদাগর, মো. ইলিয়াস, বক্কর মেম্বার, খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “মরিয়মনগর গাবতল ডিসি সড়কটি রাঙ্গুনিয়ার ৭ ইউনিয়নের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। এই সড়কটি দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এই সড়কটি অন্তত ৩০ ফুট প্রশস্ত করে আধুনিক মানে নির্মাণ করা হোক।”

তারা আরও বলেন, “সড়কটি প্রশস্ত করা গেলে শুধু যান চলাচল স্বাভাবিক হবে না, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি ও চিকিৎসা ব্যবস্থায় নতুন গতিশীলতা আসবে। উন্নয়ন ত্বরান্বিত হবে পুরো অঞ্চলে।”

অন্যদিকে আলমশাহপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মনজুরুল ইসলাম ও ইলিয়াস কাঞ্চন।
তাঁরাও একই দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। সবমিলিয়ে সহস্রাধিক জনসাধারণের অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয় এক বিশাল গণজাগরণে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাঙ্গুনিয়ায় “৩০ ফুট প্রশস্ত সড়ক চাই” দাবীতে স্থানীয়দের মানববন্ধন

Update Time : 01:52:30 pm, Thursday, 9 October 2025

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ মরিয়মনগর গাবতল ডিসি সড়ক ৩০ ফুট প্রশস্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মোগলেরহাট বাজার ও আলমশাহপাড়া এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সকালে মোগলেরহাট বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. সাদ্দাম হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. বখতিয়ার। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, সড়ক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, উত্তর রাঙ্গুনিয়া সড়ক আন্দোলনের সভাপতি নুরুল আলম সওদাগর, মো. ইলিয়াস, বক্কর মেম্বার, খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “মরিয়মনগর গাবতল ডিসি সড়কটি রাঙ্গুনিয়ার ৭ ইউনিয়নের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। এই সড়কটি দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এই সড়কটি অন্তত ৩০ ফুট প্রশস্ত করে আধুনিক মানে নির্মাণ করা হোক।”

তারা আরও বলেন, “সড়কটি প্রশস্ত করা গেলে শুধু যান চলাচল স্বাভাবিক হবে না, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি ও চিকিৎসা ব্যবস্থায় নতুন গতিশীলতা আসবে। উন্নয়ন ত্বরান্বিত হবে পুরো অঞ্চলে।”

অন্যদিকে আলমশাহপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মনজুরুল ইসলাম ও ইলিয়াস কাঞ্চন।
তাঁরাও একই দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। সবমিলিয়ে সহস্রাধিক জনসাধারণের অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয় এক বিশাল গণজাগরণে।