দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার (১০ নভেম্বর) ৯০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মোঃ খায়রুল ইসলাম (৪৫)। সে রাঙ্গুনিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড মুরাদনগর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। অভিযানকালে তার সাথে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















