চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, মাওলানা ইসমাইল, সহকারী সেক্রেটারি মো. শাহ আলম, রাশেদুল আলম, সরোয়ার হোসেন, মহিউদ্দিন বাবু প্রমুখ।
সাক্ষাৎকালে রাঙ্গুনিয়া উপজেলার সামগ্রিক উন্নয়ন, শান্তিপূর্ণ নির্বাচন এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে রাঙ্গুনিয়ায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















