রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া দক্ষিণ পাড়া নূরানি কিন্ডারগার্টেনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী নুরুল আলম।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা প্রজন্ম দলের সাবেক আহবায়ক ও লালানগর ইউনিয়ন যুবদলের সদস্য মো. জসিম উদ্দীন। উত্তর পারুয়া দক্ষিণ পাড়া যুব সমাজ উন্নয়ন ক্লাবের সভাপতি মো. ইসমাঈল’র সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন মো. হাসান, মো. রশিদ আহমদ, মো. ,আজগর, যুব সমাজ উন্নয়ন ক্লাবের সহ সভাপতি মো. শহিদুল্লাহ শেষে অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেওয়া হয়।
এতে অভিভাবকরা অংশ নিয়ে সন্তানের পড়ালেখার অগ্রগতি এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে মতামত প্রদান করেন। এদিকে রাতে যুব সমাজ উন্নয়ন ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।