বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ৫ ও ৬ নং ওয়ার্ডের সাধারণ সভা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবদান রাখায় তিনজনকে সম্মাননা স্মারক অনুষ্ঠান শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনারগাঁও মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক গফুর আহমেদ। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার আমীর হাসান মুরাদ। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার কামাল উদ্দীন। স্বাগত বক্তব্য দেন দক্ষিণ রাজানগর ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মো. মুছা।
এডভোকেট ফরহাদুল আলম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদাক এডভোকেট মিনহাজ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সদস্য সচিব মহিউদ্দিন বাবু, জামায়াতে ইসলামী উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আহমুদুর রহমান, মো. ইউসুফ আলী, সাবেক ছাত্রনেতা এডভোকেট মাসুদ করিম, ব্যবসায়ী অলি আহমেদ, শিক্ষক জানে আলম, শিক্ষক মফিজুর রহমান প্রমুখ।
শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তর রাঙ্গুনিয়া থেকে অবদান রাখা তিনজনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।