রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রাণীরহাট বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জনসংযোগ ও গণসমাবেশে অংশ নেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। এসময় তিনি রাণীরহাটসহ আশপাশের বিশাল এলাকাজুড়ে স্বাস্থ্যসেবার ঘাটতি, অবকাঠামোগত উন্নয়ন ও বাজার আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ডা. রেজাউল করিম বলেন, “রাণীরহাট, ইসলামপুর, রাজানগর ও বাঘাবিলি এলাকার বিশাল জনগোষ্ঠীর জন্য এখানে একটি ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন করা অত্যন্ত জরুরি। বর্তমানে অসুস্থ রোগীদের চট্টগ্রাম বা রাঙ্গামাটি নিয়ে যেতে হয়, যা দীর্ঘ পথের কারণে অনেক সময় জীবনহানির ঝুঁকি তৈরি করে।”
তিনি আরও বলেন, “এই এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই ভঙ্গুর। রাস্তাগুলো সম্প্রসারণ ও সংস্কার করা সময়ের দাবি। পাশাপাশি ইছামতী নদীর ভাঙন থেকে রাণীরহাট বাজারকে রক্ষা করে এটিকে আধুনিক বাজারে রূপ দেওয়া হবে।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
এর আগে রাণীরহাট বাজারের প্রতিটি গলি ও দোকানে ঘুরে ব্যবসায়ী, সাধারণ মানুষ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের সঙ্গে কুশল বিনিময় করেন ডা. এটিএম রেজাউল করিম।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মনসুরুল হক, রাঙ্গুনিয়া উপজেলার আমীর মাওলানা হাসান মুরাদ, ইসলামপুর ও রাজানগর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা আহমদ নবী, সদস্য সচিব নুরুল আবছার মেম্বার প্রমুখ।
গণসংযোগকালে রাণীরহাট বাজার সমিতি, বণিক সমিতি, চাল ব্যবসায়ী সমিতি, মামরা সম্প্রদায় গোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ডা. এটিএম রেজাউল করিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















