রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজারে কয়েকদিন আগে জবাইকৃত গাভীতে বাছুর পাওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে রাণীরহাট ব্যবসায়ী সমিতি। পরে জবাইকৃত গাভীটি মো. শফি নামে এক কসাই ধামাইরহাট বাজারে এনে বিক্রি করেছে বলে জানা যায়। এ অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ধামাইরহাট বাজার সমিতি স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে শালিসি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে কসাই মো. শফি তার ভূল স্বীকার করে এই ধরনের ভূল আর করবেন না বলে লিখিত মুচলেকা দেন। পরবর্তীতে গরুর মাংস নিয়ে কোন ধরনের অনিয়ম করলে দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দেন ব্যবসায়ী সমিতি।
বৈঠকে উপস্থিত ছিলেন ধামাইরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম সেলিম, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সাবেক ইউপি সদস্য মো. শাহ আলম, ইউপি সদস্য ইউসুফ মেম্বার, মিজানুর রহমান চৌধুরী, সাংবাদিক ইসমাঈল হোসেন প্রমুখ।
এছাড়াও সালিসি বৈঠকে ব্যবসায়ীদের গরুর মাংসের দাম দোকানের সামনে টাঙ্গিয়ে দেওয়ার নির্দেশ দেন। এবং হাড়সহ মাংস ৭৫০টাকা ও হাড়ছাড়া ৮৫০টাকা( ঈদ পর্যন্ত) বিক্রয়ের সিদ্ধান্ত দেওয়া হয়। পরবর্তীতে সরকারের বেঁধে দেওয়া দামে মাংস বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।