চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাট এলাকায় সড়কে ও তার পাশে আশে-পাশে যত্রতত্র দোকানগুলো পূনর্বাসনে উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসক। সোমবার (২৮ অক্টোবর) সকালে রোয়াজারহাট বাজার এলাকায় বাজার মনিটরিং ও অভিযান চালান রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম রুবেল, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম , সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, রাঙ্গুনিয়া পৌরসভার কর্মকর্তা ও রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশ।
পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন হলেন, “যে সকল ব্যবসায়ী যত্রতত্র অবস্থান করেছেন তাদের পৌরসভা মার্কেটে পূনর্বাসন করার উদ্যোগ নেয়া হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা হয়। বাজারের অবকাঠামো নির্মাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।