রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এতে আগামী ২৬ জুন নির্বাচনী তারিখ ঘোষণা করা হয়। আগামী ২০ থেকে ২২ মে মনোনয়ন ফরম সরবরাহ, ২৫ মে মনোনয়ন জমা, যাচাই-বাছাই ২৭ মে, প্রত্যাহার ২৯ মে, ১ জুন প্রতীক বরাদ্দ এবং ২ থেকে ২৪ জুন নির্বাচনী প্রচার প্রচারণা এবং ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক একতিয়ার হোসেন নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অসীম আকাশ, সদস্য নাজিম উদ্দীন, আকতার হোসেন, মঈনুদ্দিন, মাহবুবুল আলম, মো. মহসিন, ফারুকুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা মো. ওমর, গাজী মোহাম্মদ জসিম উদ্দিন, কামাল হোসেন।
আহবায়ক একতিয়ার হোসেন আরও বলেন, নির্বাচনে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, ধর্মীয় সম্পাদক, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও সদস্য পদে ভোট গ্রহণ করা হবে। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন উপহার দিতে তিনি প্রার্থী, ভোটার, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।