চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি (Village Defence Party) মৌলিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের কার্যক্রম আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সকালে উত্তর রাঙ্গুনিয়া স্কুলের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণে দেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান।
এদিন উপস্থিত ছিলেন উপজেলা মহিলা প্রশিক্ষিকা নাদিরা পারভীন, কোম্পানি কমান্ডার মো. শহীদউল্লাহ, সাংবাদিক ইসমাঈল হোসেন নয়ন, ভিডিপি লালানগর ইউনিয়ন দলনেতা কাজী সিরাজুল হক।
দিনব্যাপী কার্যক্রমে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন ভিডিপি সদস্যদের অগ্নি নিরাপত্তা, অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজ, প্রাথমিক অগ্নি নির্বাপন কৌশল এবং জরুরি অবস্থায় করণীয় বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করে।
এসময় ফায়ার স্টেশনের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করে প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। আগামী সাত দিন ধরে এই প্রশিক্ষণ চলবে বলে জানা গেছে। ১০ দিনের এই কর্মসূচীতে প্রশাসনিক, মৎস, কৃষি ,আইন শৃঙ্খলা, ফায়ারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।