রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন জোরদার করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড চাঁদ নগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন আবদুর রজ্জক। শরীফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম তালুকদার, জসিম উদ্দীন তালুকদার, হেলাল চৌধুরী, এডভোকেট মিনহাজ উদ্দীন, মহিউদ্দিন বাবু, হায়দার আলী, ইউনুচ, ইমামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাঙ্গুনিয়ার উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম নেতৃত্ব প্রয়োজন। জনগণের পাশে থেকে কাজ করতে পারেন এমন প্রার্থীই আজ সময়ের দাবি। ডাঃ এটিএম রেজাউল করিম দীর্ঘদিন মানুষের পাশে থেকে যে নিষ্ঠা দেখিয়েছেন, তার প্রতিদানে এবার ভোট দিয়ে তাকে দায়িত্ব দিতে হবে। রাঙ্গুনিয়ার ভবিষ্যৎ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে।
বৈঠকের শেষে উপস্থিতরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন এবং ঘরে ঘরে সমর্থন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















