দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আলমশাহপাড়ায় প্রধান অতিথি থেকে অস্থায়ী এ নির্বাচনী অফিসটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছোট ভাই রাসেল মাহমুদ।
উদ্বোধন শেষে নৌকা মার্কার প্রচারণায় সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কাঞ্চন মিয়া। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ সভাপতি হাজী মো. হারুন, মো. ইয়াছিন ও মো. শওকত প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মনিরুল ইসলাম, দিদারুল আলম, মো: মামুন, মো. পারভেছ, খোরশেদ, আজিজুল ইসলাম, সায়মন ও মো. শহিদুল ইসলাম প্রমূখ।
সভায় প্রধান অতিথি রাসেল মাহমুদ বলেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সকলে মিলে কাজ করতে হবে। জনসমুক্ষ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দেওয়ার জন্য সকলে বুঝাতে হবে।
তিনি আরও বলেন, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট কেন্দ্রে এসে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে ড. হাছান মাহমুদ’কে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।