রাঙ্গুনিয়া ও পার্বত্য এলাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উত্তরজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরীকে সভাপতি ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন বিএনপির আহবায়ক শামসুল আলম কন্ট্রাক্টরকে সদস্য সচিব করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফরিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটিতে মনোনীত সদস্যরা হলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াছ সিকদার, যুগ্ম আহবায়ক ওসমান গনি, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, আনোয়ার সওদাগর, মোহাম্মদ আনোয়ার হোসেন, আব্দুর রহিম, হায়দার চৌধুরী, নজরুল ইসলাম বালি।
নবনির্বাচিত এই আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের ক্ষুদে বার্তায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।