চট্টগ্রাম 6:31 pm, Monday, 13 October 2025

রাঙ্গুনিয়ার শীলছড়ি খালে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের শীলছড়ি খালে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু তোলার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

জানা যায়, স্থানীয় এক যুবক সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনা ক্যাম্প কমান্ডার ও রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, লালানগরের লোকমান হোসেন (পিতা: আকতার হোসেন) নামের এক ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়াই খাল থেকে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন।

অভিযোগের প্রেক্ষিতে রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

অভিযোগে আরও বলা হয়, গত বছর নভেম্বর মাসে স্থানীয়দের অভিযোগের পর প্রশাসন অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছিল। কিন্তু সম্প্রতি পুনরায় একই এলাকায় লোকমান হোসেন ও তার সহযোগীরা বালু তোলা শুরু করেন। এমনকি ৭ অক্টোবর সকালে স্থানীয়রা বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলনের কারণে বেরীবাদ থেকে আগুনিয়া চা বাগান সড়কের কয়েকটি অংশ ইতোমধ্যে খালের মধ্যে ধসে পড়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন, যা এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। তারা আশঙ্কা করছেন, অবৈধ বালু তোলা চলতে থাকলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। শীলছড়ি খালে অনুমতি ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।”

এদিকে, অবৈধ বালু উত্তোলনের অভিযোগ করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারী ওই যুবক। তিনি এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাঙ্গুনিয়ার শীলছড়ি খালে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান

Update Time : 12:50:02 pm, Monday, 13 October 2025

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের শীলছড়ি খালে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু তোলার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

জানা যায়, স্থানীয় এক যুবক সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনা ক্যাম্প কমান্ডার ও রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, লালানগরের লোকমান হোসেন (পিতা: আকতার হোসেন) নামের এক ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়াই খাল থেকে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন।

অভিযোগের প্রেক্ষিতে রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

অভিযোগে আরও বলা হয়, গত বছর নভেম্বর মাসে স্থানীয়দের অভিযোগের পর প্রশাসন অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছিল। কিন্তু সম্প্রতি পুনরায় একই এলাকায় লোকমান হোসেন ও তার সহযোগীরা বালু তোলা শুরু করেন। এমনকি ৭ অক্টোবর সকালে স্থানীয়রা বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলনের কারণে বেরীবাদ থেকে আগুনিয়া চা বাগান সড়কের কয়েকটি অংশ ইতোমধ্যে খালের মধ্যে ধসে পড়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন, যা এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। তারা আশঙ্কা করছেন, অবৈধ বালু তোলা চলতে থাকলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। শীলছড়ি খালে অনুমতি ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।”

এদিকে, অবৈধ বালু উত্তোলনের অভিযোগ করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারী ওই যুবক। তিনি এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।