রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটায় এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগীতায় নির্মিত হচ্ছে আধুনিক দৃষ্টিনন্দন মসজিদ। উপজেলা মডেল মসজিদ ও মরিয়মনগর মডেল মসজিদের পর উপজেলার মধ্যে পূর্ব সরফভাটার কুতুবিয়া জামে মসজিদটি দৃষ্টিনন্দন হবে বলে জানা যায়।
শনিবার (২ জুলাই) সকালে মসজিদটির নিচের ফ্লোর ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মাওলানা মুহাম্মদ মুসা সাহেব, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ আসাদুর আলম, উপদেষ্টা মন্ডলীর সদস্য জামাল উদ্দিন, ইব্রাহিম সওদাগর, মো. মুসা, মোহাম্মদ কামাল, ওবাইদ বিন সোলাইমান, মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইরফান উল্লাহ প্রমুখ।
জানা যায়, কর্ণফূলীর কূল ঘেঁষা দুইতলা বিশিষ্ট আগের মসজিদটি ভেঙে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন স্থাপত্যশৈল এই মসজিদটি পুননির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৫০লাখ টাকার কাজ সম্পন্ন হয়েছে। মসজিদের উপরিভাগ, গম্বুজ ও মিনারে নিখুঁত ও অপূর্ব সুন্দর কারুকাজ করা হবে। এছাড়াও মসজিদের ভিতরে কোন প্রকার ফিলার থাকবেনা।