রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুল হাসান চৌধুরী মুরাদ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য, সিনিয়র শিক্ষক মাওলানা শওকত হোসেন, কামরুল হাসান, আবদুল আওয়াল মজুমদারসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
পরে পরিচালনা পর্ষদের সভাপতি বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষার হল পরিদর্শন করেন। জানা যায়, আরিফুল হাসান চৌধুরী মুরাদ বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর পড়ালেখার মান ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন।
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করছেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী মুরাদ।