হোছনাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীকে সমর্থন জানিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম চৌধুরী’র নেতৃত্বে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তাজ মোহাম্মদ পাড়া মসজিদ সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আবদুল সওদাগর। প্রধান অতিথি ছিলেন ইমাম হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী আবু নাছের টিপু।
মো. বখতিয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল আলম, সহ সভাপতি জসিম উদ্দীন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রেজভী, আবদুল মালেক মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন, মির্জা মহিউদ্দিন, মো. জসিম উদ্দীন, ডাঃ বদিউল আলম, নুরুন্নবী, করিম ইকবাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















