রাঙ্গুনিয়ার হোছনাবাদ ২নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্বে করেন ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাব উদ্দিন তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক ইমাম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন হোছনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার হারুন। বিশেষ বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ। প্রধান মেহমান ছিলেন প্রবাসী আবু নাছের টিপু।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বখতিয়ার এর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল আলম, সহ সভাপতি জসিম উদ্দীন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজভী, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুরুন্নবী, ইউনিয়নের তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সেলিম, ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, ২নওয়ার্ডের সাবেক মেম্বার মুহাম্মদ খালেক, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, যুব দল নেতা মুহাম্মদ রাশেদ, ছাত্রদল নেতা মুহাম্মাদ লোকমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















